
২০২১-০৩-০৫ ১৯:২১:২৬ / Print
নড়াইলে ১৫ লিটার মদ ও ইয়াবাসহ তিনজনকে আটক করেছে কালিয়া থানা পুলিশ।
বৃহস্পতিবার (০৪ মার্চ) রাত ১০টার দিকে ছোট কালিয়া এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তিনজনকে আটক করা হয়।
আটককৃতরা হলো, ছোট কালিয়া এলাকার রবি দাস (৩৫) ও তার স্ত্রী রানী দাস (২৮)। এ সময় তাদের বাড়ি থেকে ১৫ লিটার দেশি মদ উদ্ধার করা হয়।
এদিকে, কালিয়া পৌরসভার রামনগর এলাকা থেকে হরেন কুমারের ছেলে প্রদীপ কুমারকে (৩৩) ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
কালিয়া থানার ওসি (অপারেশন) আমানুল্লাহ আল বারী বলেন, আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
বাবু/জেআর