
২০২১-০৪-০৭ ১৯:৫৫:২৪ / Print
লোহাগড়ায় তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ১০ বছর বয়সী শিশু ধর্ষণের অভিযোগে হান্নান মোল্লা (৭০) নামে এক বৃদ্ধ গ্রেপ্তার হয়েছেন।
বুধবার (৭ এপ্রিল) তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি নলদী ইউপি’র মিঠাপুর গ্রামের দলিল মোল্লার ছেলে।
এ ঘটনায় ওই বৃদ্ধকে আসামি করে বুধবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন শিশুটির মা।
মামলায় অভিযোগে বলা হয়, গত ১ এপ্রিল প্রতিবেশি শিশুটি হান্নান মোল্লার সবজি খেতে শাক আনতে যায়। সেখানে শিশুটিকে মুখ চেপে ধরে জোর করে ধর্ষণ করেন ওই বৃদ্ধ। বাড়িতে এসে শিশুটি তাঁর মা-বাবাকে জানায়।
লোকলজ্জার ভয়ে শিশুটিকে স্থানীয়ভাবে চিকিৎসা করানো হয়। কিন্তু শিশুটির শারীরিক অবস্থা খারাপ হওয়ায় বুধবার শিশুটিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ওসি (তদন্ত) মাহমুদুর রহমান বলেন, শিশুটির পরীক্ষা করা হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বাবু/জেআর