
২০২০-১১-২৯ ১৯:৫৩:১৩ / Print
আগামী ৩১ ডিসেম্বর (বৃহস্পতিবার) চট্টগ্রাম প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। ক্লাব পরিচালনায় নেতৃত্ব নির্বাচনে প্রেসক্লাবের স্থায়ী সদস্যদের ভোটে প্রতি দুই বছর অন্তর এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
গত শনিবার (২৮ নভেম্বর) প্রেস ক্লাবের প্রশাসনিক কর্মকর্তা রাজন বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে ২৯ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১টায় দ্বি-বার্ষিক সম্মেলন এবং বিকেল ৩টায় দ্বি-বার্ষিক সাধারণ সভা ক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হবে। ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে দ্বি-বার্ষিক নির্বাচন।
ক্লাবের সব স্থায়ী সদস্যদের নির্বাচনসহ সব আয়োজনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস এবং সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী।
চট্টগ্রাম প্রেস ক্লাবের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৯ সালের ২৩ ফেব্রুয়ারি।
বাবু/জেআর