
২০২০-১২-০১ ২১:৫৪:৩৪ / Print
আক্কেলপুরে প্রশাসনের পক্ষ থেকে ‘করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক পরিধান নিশ্চিত করতে সচেতনতামূলক ক্যাম্পেইন ও ভ্রম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
আজ মঙ্গলবার মাস্ক না পরার অপরাধে কয়েকজনকে জরিমানা করা হয়। ক্যাম্পেইনের সময় এলাকার অসচ্ছলদের মধ্যে কয়েকশ’ মাস্ক বিনামূল্যে বিতরণ করা হয়।
ইউএনও ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসএম হাবিবুল হাসান বলেন, লোক-সমাগমপূর্ণ এলাকা, বাজার, দোকান, শপিংমলে মাস্ক পরা বাধ্যতামূলক করার জন্য অভিযান পরিচালনা করছি।
তার সঙ্গে যাদের মাস্ক নেই তাদেরকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান প্রমুখ।
বাবু/জেআর