
২০২০-১২-০১ ২১:৫৮:১৭ / Print
কালীগঞ্জে ১৬-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির কমিটি গঠন করা হয়েছে। এতে আব্দুল বাতেন শেখকে সভাপতি ও আসাদুজ্জামান এরশাদকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
আজ মঙ্গলবার সমিতির নেতা হেলাল উদ্দিন ও শফিকুল ইসলাম খান স্বাক্ষরিত চিঠি এ কমিটির অনুমোদন দেন।
কমিটির অন্য কর্মকর্তারা হলেন- সহ সভাপতি শাহজাহান মিয়া, মজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, জয়নাল আবেদীন, দপ্তর সম্পাদক নাঈম হোসেন, অর্থ সম্পাদক তারেক ভূঁইয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জিতেন্দ্র দাস, সমাজ কল্যাণ ও ধর্র্ম বিষয়ক সম্পাদক ছানাউর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হাবীবুর রহমান, সমবায় সম্পাদক জাহাঙ্গীর হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক হারুণ-অর-রশিদ, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আল আমিন, মহিলা বিষয়ক সম্পাদক সুইটি ডি কস্তা, সহ-মহিলা বিষয়ক সম্পাদক সামসুন নাহার, কার্যকরি সদস্য মাহবুবুর রহমান, এ.এম ইউনুস হোসেন, আব্দুল কাদের।
বাবু/জেআর