
২০২০-১২-০৩ ২১:০৫:৪৮ / Print
সংস্কার কাজের জন্য শুক্রবার ও শনিবার রংপুরসহ আশপাশের জেলাগুলোতে বিদ্যুৎ থাকবে না।
ওইদিন ১৩২/৩৩ কেভি গ্রিডের সঞ্চলন লাইন বন্ধ থাকবে। দুইদিনই সকাল আটটা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ পাবেন না গ্রাহকরা।
গতকাল বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন নেসকো-২ এর নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম।
এর আগে গত বুধবার বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার ব্যাপারে নেসকো লিমিটেড থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
প্রকৌশলী শরিফুল ইসলাম জানান, রংপুর ও এর আশেপাশের অঞ্চলে আজ শুক্রবার এবং আগামীকাল শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত দুইদিন নয় ঘণ্টা করে মোট ১৮ ঘণ্টা বিদ্যুবিচ্ছন্ন থাকবে।
বাবু/জেআর