
২০২০-১২-০৩ ২১:১৫:১৮ / Print
সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢালে একটি নার্সারি থেকে আনুমানিক ৪২ বছরের অজ্ঞাত লোকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার মৌচাক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
গত বুধবার রাতের যে কোন সময় তাকে কুপিয়ে হত্যার পর দুর্বৃত্ততরা লাশ ওই নার্সারিতে ফেলে গেছে বলে প্রাথমিক ধারণা পুলিশের।
ওসি মশিউর রহমান জানান, ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।
বাবু/জেআর