
২০২০-১২-০৪ ২১:০৯:২৬ / Print
উল্লাপাড়ায় নানা সমস্যার মাঝেও খোলা জায়গায় পাইকারি হকার্স মার্কেট জমে উঠেছে। দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা এসে এ মার্কেট থেকে সবধরনের পোশাকসামগ্রী পাইকারি কিনে নিয়ে যায়।
অথচ এ মার্কেটের দোকানিদের রয়েছে নানা সমস্যা। বৃষ্টি হলেই ব্যবসা গুটিয়ে নেওয়া আর রোদে পুড়ে দোকান পেতে কেনাবেচা করতে হয় তাদের।
পৌর শহরের ওভার ব্রীজ এলাকায় সওজের জায়গায় সপ্তাহে দু’দিন শুক্রবার ও সোমবার এ হাট বসে।
এ মার্কেটে সবধরনের তৈরি পোশাকসামগ্রী পাইকারি কেনাবেচা হয়। হাটের দিনে প্রায় দেড়’শ দোকান বসে। বছর দেড়েক হলো ওভার ব্রীজ এলাকার মার্কেটটি জমে উঠেছে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, শীতের বিভিন্ন পোশাকসহ সবধরনের পোশাক নিয়ে দোকানিরা কেনাবেচা করছেন।
এ মার্কেটে রংপুর, দিনাজপুর, বগুড়া সৈয়দপুর, নীলফামারী, ঠাকুরগাও, ময়মনসিংহ, পাবনা, কুষ্টিয়া, খুলনাসহ আরো বিভিন্ন জেলার ব্যবসায়ীরা এ মার্কেটে এসে তাদের চাহিদা মতো পোশাকসামগ্রী কিনছেন।
দোকানিরা খোলা আকাশের নিচে পলিথিন বিছিয়ে দোকান পেতেছেন।
ব্যবসায়ী আমজাদ জানান, তিনি দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন। একাধিকবার জায়গা বদল করতে হয়েছে। হাটের দু’দিন পাইকারি মার্কেট সবচেয়ে বেশি জমে থাকে। ভোরবেলা থেকেই কেনাবেচা শুরু হয়।
তিনি আরো বলেন, হাটবারে বৃষ্টি-বাদল হলে দোকান খোলা সম্ভব হয় না। এতে ব্যবসায় ক্ষতি হয়। একটি স্থায়ী ঘরের সুবিধা থাকলে এ মার্কেট আরো জমে উঠবে এবং ব্যবসায়ীদের সংখ্যা বাড়বে।
উল্লাপাড়া হাটবাজার ইজারা নেওয়া মালিক পক্ষ তাদের দোকান থেকে নিয়মিত খাজনা বাবদ টাকা নেয়।
বাবু/জেআর