
২০২০-১২-০৪ ২১:১৯:০৪ / Print
দৌলতদিয়ার পুড়াভিটা এলাকার ৬ নারী মাদক-ব্যবসায়ী স্বাভাবিক জীবনে ফিরে আসার মুচলেকা দিয়ে আত্মসমর্পণ করেছেন।
গতকাল বৃহস্পতিবার ওসি আব্দুল্লাহ আল তায়াবীরের কাছে তারা আত্মসমর্পণ করেন। এরা হলেন, সোবাহান শেখের স্ত্রী শাহনাজ বেগম (৩৮), ইব্রাহিম প্রামানিকের স্ত্রী লাইলী (২৮), জামাল বিশ্বাসের মেয়ে সাথী (৪০), কাজী আরিফের স্ত্রী রোজিনা (৫০), আজমত শেখের স্ত্রী বেবী (৫৫) ও মিজানুর রহমানের স্ত্রী রহিমা (৬৫)।
জানা গেছে, যৌনপল্লীসংলগ্ন পুড়াভিটা এলাকা দীর্ঘদিন ধরে মাদকের স্পট হিসেবে পরিচিত।
আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযানে প্রতিনিয়ত মাদক উদ্ধার ও তাদের আটক করা হলেও পরিস্থিতির তেমন উন্নতি হচ্ছিল না।
এ পরিস্থিতিতে ওসি চিিহ্নত ওই ৬ মাদক-ব্যবসায়ীকে আত্মসমর্পণ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্যোগ নেন।
ওসি জানান, তাদের বিরুদ্ধে ৫-৮টি করে মাদক মামলা রয়েছে। মাদকব্যবসা ছেড়ে দিয়ে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসার মুচলেকা দিয়েছেন। ভবিষ্যতে তারা আর কখনো মাদক বেচাকেনায় সম্পৃক্ত হবে না বলেও অঙ্গীকার করেছে।
বাবু/জেআর