
২০২০-১২-০৪ ২১:২১:৫১ / Print
রাজশাহীতে পদ্মানদীর পাড়ে হাইকিং ও ক্লিনিং কর্মসূচি পালন করেছে হাইকার্স সোসাইটি অব বাংলাদেশ।
আজ শুক্রবার নগরীর পুলিশ লাইন পদ্মাতীর থেকে এ কর্মসূচি পদ্মা গার্ডেন এলাকায় গিয়ে শেষ হয়।
এ কর্মসূচিতে বেইজ ক্যাম্প, রাজশাহী বার্ডস ক্লাব ও ভার্টিক্যাল ভ্যেনচার প্রমুখ সংগঠন সহযোগিতা করে।
স্পন্সর সংগঠন ছিলো বাংলা ক্রাফ্ট। ক্রস কান্ট্রি হাইকার, মাউন্টেইনার ও বেইজ ক্যাম্পের ব্রান্ড এম্বাসেডর শাহাদত হোসেন সরকারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন প্রেসক্লাব নেতা আসলাম-উদ-দৌলা, রাজশাহী বার্ড ক্লাবের নাইম রশিদ, হাইকার্স সোসাইটি অব বাংলাদেশের ফাহিম আহমেদ সৌমিক, মোহাম্মদ রাফি, রাজশাহী ইউনিভার্সিটি সাইক্লিস্টের তাহসিন, আলামিন প্রমুখ।
বাবু/জেআর