
২০২০-১২-০৪ ২১:২৬:৫৭ / Print
গোবিন্দগঞ্জে লিটন (২৮) নামের এক চা দোকানদারের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার গোবিন্দগঞ্জের বুজরুক বোয়ালিয়া হীরকপাড়া এলাকার কলাক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত চা দোকানদারের ফুলবাড়ী ইউপি’র ভাগদরিয়া গ্রামের আশরাফ আলীর ছেলে।
পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানায়, গতকাল শুক্রবার স্থানীয় লোকজন কলাক্ষেতে গলাকাটা রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান।
নিহতের পরিবারের ধারনা, চা দোকানদারের লিটনকে গত বৃহস্পতিবার রাতে দোকান থেকে বাড়িযাবার পথে সুকৌশলে দুর্বৃত্তরা ডেকে নিয়ে কলাক্ষেতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গলা কেটে হত্যা করে লাশ ফেলে যায়।
ওসি তদন্ত আফজাল হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।
বাবু/জেআর