
২০২১-০১-১৩ ২০:৩৪:০৪ / Print
সোনাগাজী মঙ্গলকান্দি ইউনিয়নের উত্তর মঙ্গলকান্দি গ্রামের কবিরাজ বাড়িতে ২ টি ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (১৩ জানুয়ারি) ভোর ৪ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী ব্যক্তিদের দাবি।
জানা গেছে, পরিবারের মানসিক এক প্রতিবন্ধীর মোমবাতি থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও এলাকাবাসী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার ও মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল ব্যক্তিগত পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে একমাসের নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দিয়েছেন।
বাবু/জেআর