.jpg)
২০২১-০১-১৩ ২১:৩৩:১৩ / Print
কাতারের বিরুদ্ধে বিশ্বকাপ বাছাইয়ে দেশের ব্যর্থতার পর জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে’কে নিয়ে ডাল-পালা গজিয়েছিলো নানা গুঞ্জনের। চাকরিতে নাকি বহাল থাকছেন না তিনি। এসব ভিত্তিহীন গুঞ্জনকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বাফুফে জানিয়েছে, আগামী দিনেও জাতীয় দলকে নিয়ে পরিকল্পনা করছেন জেমি ডে। আর সেই পরিকল্পনা বাস্তবায়নে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) ঢাকায় আসছেন তিনি।
এর আগে ৪ ডিসেম্বর কাতারের বিপক্ষে ম্যাচ খেলে দোহা থেকেই দেশে ফিরে গিয়েছিলেন তিনি। সঙ্গে সতীর্থ অন্যান্য কোচরাও।
জেমির স্বদেশি সহকারী স্টুয়ার্ট ওয়াটকিস ৭ জানুয়ারি ঢাকায় এসে ১৪ দিনের কোয়ারেন্টাইন কাটাচ্ছেন। প্রিমিয়ার লিগ শুরুর পরের দিন জেমি ডে এসে তাকেও হোটেলবন্দি থাকতে হবে কমপক্ষে ১৪ দিন।
১৮ জানুয়ারি শেষ হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব। স্টুয়ার্ট ওয়াটকিস দ্বিতীয় পর্ব থেকে মাঠে বসে সাদ-তপুদের খেলা দেখতে পারবেন। জেমি দেখবেন তৃতীয় রাউন্ড থেকে। আগামী মার্চ ও জুনে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ বাছাইয়ের বাকি ৩ ম্যাচের জন্য জাতীয় দল সাজাতে লিগ দেখে খেলোয়াড় পরখ করবেন জেমি ডে।
ফেডারেশন কাপে জাতীয় দলের ফরোয়ার্ডদের বেশিরভাগই গোলের মুখ দেখতে পাননি। লিগে নিজেদের প্রমাণের পালা তাদের। জেমির দলে থাকতে হলে পারফরম্যান্সের বিকল্প নেই। সেই চ্যালেঞ্জে সবার আগে ‘গুডস্টার্ট’ করেছেন বসুন্ধরা কিংসের মো. ইব্রাহিম। উত্তর বারিধারা বিপক্ষে কিংসের ২-০ ব্যবধানের জয়ে দ্বিতীয় গোলটি তার।
বাবু/জেআর