
২০২১-০১-১৬ ১৫:৩১:৩৪ / Print
ভোট কারচুপি ও কেন্দ্র দখলের অভিযোগে ঈশ্বরদী পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম নয়ন ভোট বর্জন করেছেন। শনিবার (১৬ জানুয়ারি) ভোট চলাকালে দুপুরে শহরের পূর্বটেংরী নিজ বাসভবনে সামাজিক গণমাধ্যম ফেসবুকে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
মেয়র প্রার্থী রফিকুর ইসলাম নয়ন অভিযোগ করে বলেন, ভোট শুরুর সঙ্গে সঙ্গেই প্রতিটি কেন্দ্রে দখল করে আওয়ামী লীগ সমর্থিতরা। তারা ভোটারদের প্রকাশ্যে ভোট দেখাতে বাধ্য করে। সাধারণ ভোটারদের বাধা দেয়। এছাড়া প্রতিটি কেন্দ্রে আমাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।
এ বিষয়ে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং অফিসার পিএম ইমরুল কায়েস জানান, সকাল থেকেই বিএনপি মনোনীত মেয়র প্রার্থীর পক্ষ থেকে বিভিন্ন অভিযোগ করা হচ্ছিল। আমরা তাৎক্ষণিকভাবে সেইসব স্থানে স্ট্রাইকিং ফোর্স, ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাঠানো হয়। নির্বাচন বর্জনের বিষয়ে এখনও কোনও কিছু নির্বাচন কমিশনকে জানানো হয়নি।
হামলা ও নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগের বিষয়ে জানতে বারবার ফোন করা হলেও ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসীর উদ্দীন জানান, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেননি।
বাবু/আমেনা