
২০২১-০১-২০ ১৫:৩২:৩৮ / Print
ঝিনাইদহের শৈলকুপার আউশিয়া গ্রামে এক বাগান থেকে এক গৃহবধূকে (১৮) গলাকাটা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২০ জানুয়ারি) উদ্ধারের পর পুলিশ তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জানা গেছে, গত মঙ্গলবার রাতে ধর্ষণের পর হত্যার উদ্দেশ্যে ধারালো ছুড়ি দিয়ে ওই গৃহবধূর গলা কেটে দেয় দুর্বৃত্তরা। পরে মারা গেছে ভেবে তারা তাকে ফেলে রেখে চলে যায়। কিন্তু ভাগ্য ক্রমে বেঁচে থাকলে পারে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক।
গৃহবধূর বাবার বাড়ি পাশের গোবিন্দপুর গ্রামে। তার শ্বশুর বাড়ি মাগুড়া জেলায়। এদিকে ঘটনাস্থল থেকে ধারালো ছুড়িটি উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।
বাবু/জেআর