
২০২১-০১-২৩ ২১:৪৫:৩৬ / Print
রাজধানী ঢাকার কাওরানবাজারে ব্যাংকের কর্পোরেট অফিস থেকে ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে ব্যাংক এশিয়ার বার্ষিক ব্যবসা সম্মেলন-২০২১ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ জানুয়ারি) ব্যাংকের ভাইস চেয়ারম্যান সাফওয়ান চৌধুরী সভার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ব্যাংকের ভাইস চেয়ারম্যান রোমো রউফ চৌধুরী, বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান রুমি এ হোসেন, বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান দিলওয়ার এইচ চৌধুরী, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এম এ বাকী খলীলী, পরিচালকবৃন্দ এনাম চৌধুরী, রোমানা রউফ চৌধুরী, আশরাফুল হক চৌধুরী, আবুল কাসেম, হেলাল আহমেদ চৌধুরী, নাহিদ আক্তার সিনহা এবং প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক আরফান আলী সভায় উপস্থিত ছিলেন।
ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, বিভাগীয় প্রধান ও সারা দেশের শাখা প্রধানসহ প্রায় দুই সহস্রাধিক কর্মকর্তাবৃন্দ অনলাইনের মাধ্যমে এ সম্মেলনে অংশগ্রহণ করেন।
বাবু/জেআর