
২০২১-০১-২৩ ২২:১০:২৩ / Print
শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২১ অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ জানুয়ারি) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সম্মেলনে অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক, ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহী, বিভিন্ন বিভাগের প্রধান, ১৩২টি শাখা ও ২টি উপশাখার ব্যবস্থাপকসহ সর্বমোট ৮৯৩ জন কর্মকর্তা যোগদান করেন। ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান সামছুদ্দোহা সিমু অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন।
সভায় আলোচকগণ বিদ্যমান পরিস্থিতি এবং কোভিড-১৯ এর বিরূপ প্রভাব কাটিয়ে উঠতে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তাছাড়া বিগত বছরের ব্যবসায়িক সফলতা এবং চলতি বছরে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কলাকৌশল নিরূপন ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়।
বাবু/জেআর