
২০২১-০১-২৪ ১৯:৪৯:২৫ / Print
সাতক্ষীরায় স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি’র নিজস্ব তহবিল থেকে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
রোববার (২৪ জানুয়ারি) ১১টায় সদর উপজেলা ডিজিটাল কর্ণারে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে এ অনুদানের চেক বিতরণ করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে সকলকে নিরাপদ সামাজিক দূরত্ব, স্বাস্থ বিধি ও সরকারি নির্দেশনা মেনে চলার আহবান জানান।
চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইয়ারুল হক, শেখ তহিদুর রহমান ডাবলু, আ.লীগ নেতা শেখ এজাজ আহমেদ স্বপন, সাবেক নেতা জিয়াউর বিন সেলিম যাদু, জেলা বঙ্গবন্ধু পরিষদের নেতা সৈয়দ মহিউদ্দিন হাশেমী তপু, সৈনিকলীগের নেতা মাহমুদ আলী সুমন, ছাত্রলীগ নেতা কাজী হাশিম উদ্দিন হিমেল প্রমুখ।
এসময় সাতক্ষীরা সদর নির্বাচনী এলাকার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ৭৬ জন দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে ২ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
বাবু/জেআর