
২০২১-০১-২৪ ২০:০৭:১৫ / Print
উন্নত, আধুনিক, ডিজিটাল ও নিরাপদ সিংড়া গড়ার লক্ষে সিংড়া পৌর নির্বাচনে আ.লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র জান্নাতুল ফেরদৌস নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
রোববার (২৪ জানুয়ারি) সকাল ১১ টায় জয়বাংলা মোড় বনিক সমিতিতে ইশতেহার ঘোষণা করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ওহিদুর রহমান শেখ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক, চৌগ্রাম ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম বুলবুল প্রমুক।
এতে আরো উপস্থিত ছিলেন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাড. সাইদুর রহমান সৈকত, প্রধান নির্বাচনী এজেন্ট মাও. রুহুল আমিন, অধ্যক্ষ প্রফেসর ড. আশরাফুল ইসলাম প্রমুখ।
বাবু/জেআর