
২০২১-০১-২৪ ২০:২৫:১৪ / Print
নবীনগরে ইউপি নির্বাচনে শ্যামগ্রাম ইউপি’র নাছিরাবাদ গ্রামের সামসুজ্জামান খান মাসুম চেয়ারম্যান পদে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী।
শনিবার (২৩ জানুয়ারি) নাছিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যুবসমাজের উদ্যোগে এক পরামর্শ সভায় তিনি ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রাপ্তির ইচ্ছা প্রকাশ করেন।
এসময় সামসুজ্জামান খান মাসুম বলেন, মানুষের ভালবাসা আর মর্মস্পর্শী আবেদন আমাকে চরমভাবে তাড়িত করে। একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসেবে আমারও কিছু দায়বদ্ধতা রয়েছে সমাজের প্রতি। তাই আমি নির্বাচন করতে আগ্রহী।
সমাজসেবক মুরব্বী আসকর আলীর সভাপতিত্বে এতে বক্তব্য দেন ওয়ার্ড আ’লীগের সভাপতি জাহাঙ্গীর আলম খান, কাইয়ুম সরকার তপন,আবদুল মালেক, নারায়ন চন্দ্র দাস,ডা. মাধব চন্দ্র দাস, সামছুদ্দিন খান শিশু, ডা. মনির খান, জাহাঙ্গীর আলম খান প্রমুখ।
উল্লেখ্য, সামসুজ্জামান খান মাসুম ছাত্রজীবন থেকে আওয়ামী রাজনীতির সাথে জড়িত। ইউনিয়নের প্রতিটি গ্রামে গ্রামে শেখ হাসিনার উন্নয়নের কথা তুলে ধরছেন তিনি।
সামসুজ্জামান খান, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সম্পাদক ও ঢাকা মিরপুর সরকারি বাংলা কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন।
পাশাপাশি শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির দাতা সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও তিনি নানা সমাজসেবামূলক কর্মকান্ডের সাথে দীর্ঘ দিন ধরে জড়িত।
বাবু/জেআর