
২০২১-০২-২৩ ১৮:৫৯:১৩ / Print
কুমিল্লার দাউদকান্দিতে বসতঘরে অগ্নিকা-ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) ভেলানগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওই গ্রামের আবদুল আউয়াল ভূইয়ার ছেলে, কুয়েত প্রবাসী মোহাম্মদ আলীর স্ত্রী ছালেহা বেগম (৩৫) ও তার মেয়ে ফারজানা আক্তার (৮)।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানান, গত মঙ্গলবার প্রবাসী মোহাম্মদ আলীর বসতঘরে আগুন লাগলে মুহূর্তের মধ্যে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ছালেহা বেগম ও তার মেয়ে ফারজানা আক্তার আগুনে পুড়ে মারা যান।
ওসি সাইফুল ইসলাম জানান, মা-মেয়ের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে।
বাবু/জেআর