
২০২১-০২-২৩ ১৯:০৫:০০ / Print
সিংড়ার ডাহিয়া ইউপি’র কঞ্চি গ্রামে আগুনে পুড়ে গেছে ৫ টি দোকান। এতে প্রায় ৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বিদ্যুতের শর্ট সার্কিটের কারণে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জানা গেছে, রাত আনুমানিক দুইটার দিকে এ ঘটনা ঘটে। এতে মোট পাঁচটি দোকান পুরে যায়। দুইটি মদিখানার দোকান, একটি সারের, কীটনাশক এর দোকান, একটা সারের গোডাউন, একটা ফাঁকা ঘর ছিলো।
মহররম হোসেন বলেন, আমি অনেক কষ্ট করে, ঋণ নিয়ে দোকানটা প্রতিষ্ঠিত করেছি আজ আমি সব হারিয়ে পথে বসে গেলাম। আমার দোকানের ফ্রিজ, আসবাবপত্র সহ মোট দেড়লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
আপরদিকে কায়য়ুমের সার ও কীটনাশক এর দোকান ও কাওছারের মুদি দোকানের প্রায় দুই লক্ষ আশি হাজার টাকার ক্ষতি হয়।
ইউপি চেয়ারম্যান এম আবুল কালাম জানান, বিষয়টি শুনেছি। প্রশাসনকে অবহিত করা হচ্ছে।
বাবু/জেআর