খুলনা বিভাগে চলছে অভ্যন্তরীণ আমন সিদ্ধ ও আতপ চাল সংগ্রহ। ২০২৩-২৪ মৌসুমে সংগ্রহ শুরু হয় ২৩নভেম্বর থেকে । চলবে ২৮ফেব্রæয়ারি পর্যন্ত। সরকার প্রতিকেজি ধান ৩০ ও সিদ্ধ চাল ৪৪টাকা এবং আতপ চাল ৪৩টাকা দরে ক্রয় করছে। ৭৯টি সরকারি গুদামে এই ধান ও চাল সংরক্ষণ করা হবে।
এই মৌমুমে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হযেছে ২৮২৭৮মোট্রকটন। চাল ৮১৮৫৭ মেট্রিকটন ৯৯কেজি। এর মধ্য সিদ্ধ চাল ৭৬২৫০. ৯৯০ মেট্রিকটন এবং আতপ ৫৬০৭ মেট্রিকটন। এই বিভাবে সরকার ৮৯২টি মিলের সাথে চুক্তিবদ্ধ হয়েছে। এর মধ্যে সিদ্ধ ৮২২ ও আতপ ৭০টি মিল রয়েছে। এপর্যন্ত অর্জন হয়েছে ৬৭ শতাংশ। প্রতিদিন সংগ্রহ বাড়ছে। গত বছর শতভাগ পূরণ হয়নি। আর্জন হয়েছিল ৭৮শতাংশ। কর্তৃপক্ষ আশা প্রকাশম করেছেন এ বছর শতভাগ পূরণ হবে। কৃষকরা ধান সরবরাহ করবে এবং মিল মালিকরা সরকারি গুদামে চাল সরবরাহ করবেন। সরকারের সাথে সিদ্ধ চাল ৭৬২৫০.৯৯০ ও আতপ ৪৬৪১.৭৫০ মেট্রিকটন কেনার চুক্তি হয়।
খুলনা আঞ্চলিক খাদ্য নিয়স্ত্রক দপ্তর সূত্র জানান, এ মৌসুমে খুলনা জেলায় চলতি অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৩০৯, সিদ্ধ চাল ৯০৫৮ মেট্টিকটন ও আতপ চাল ১২২৯ মেট্রিকটন। চুক্তিকৃত মিল রয়েছে ৮৩টি। বাগেরহাট জেলায় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে ২৫৬২, সিদ্ধ চাল ২৪৬৬.৯২০ ও আতপ ৪৭৭ মেট্রিকটন। চুক্তিকৃত মিল রয়েছে ২৫টি। সাতক্ষীরা জেলায় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে ২৯৮২, সিদ্ধ চাল ৬৭৬২.৯৮০ ও আতপ ৯০১মেট্রিকটন। চুক্তিকৃত মিল রযেছে ১৯৪টি। যশোর জেলায় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে ৫২৮৩, সিদ্ধ চাল ১৪৪৬৭.৬৪০ ও আতপ চাল ৮০৪ মেট্রিকটন। চুক্তিকৃত মিল রয়েছে ১০৭টি। ঝিনেদা জেলায় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে ৪১২১, সিদ্ধা চাল ৯৩৯৫.৬৪০ ও আতপ চাল ৫৭৫ মেট্রিকটন। চুক্তিকৃত মিল রয়েছে ১১৯টি। মাগুরা জেলায় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে ২৪৮২ ও সিদ্ধ চাল ২৮২৪. ৯৫০ মেট্রিকটন। চুক্তিকৃত মিল রয়েছে ৯২ট।
এই জেলায় আতপ সংগ্রহের সম্ভাবনা নেই। নড়াইল জেলায় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে ১৫০৬, সিদ্ধ চাল ১৯৭৬.২০ ও অতপ চাল ২২২ মেট্রিকটন। চুক্তিকৃত মিল রয়েছে ২৬টি। কুষ্টিয়া জেলায় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে ৩৬৬৯, সিদ্ধ চাল ২৫৫২৬.৩০০ ও আতপ চাল ১৩৯৯ মেট্রিকটন। চুক্তিকৃত মিল রয়েছে ১৭৮টি। চুয়াডাঙ্গা জেলায় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে ১৩৫৫ ও সিদ্ধ চাল ৩২৩১.৮৩০ মেট্রিকটন। এই জেলায় আতপ চাল সংগ্রহ করা হবেনা। চুক্তিকৃত মিল রয়েছে ৬৮টি। এবং মেহেরপুর জেলায় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা রযেছে ১০০৯ ও সিদ্ধ চাল ৫৪০.৯৯০ মেট্রিকটন। চুক্তিকৃত মিল রয়েছে ২টি। এই জেলায় আতপ সংগ্রহের সম্ভাবনা নেই।
খুলনা বিভাগীয় আঞ্চলিক খাদ্য নিয়স্ত্রক মো. আব্দুস সালাম বলেন, এখনো সময় আছে। নির্দিষ্ট সময়ের মধ্যে শতভাগ সংগ্রহ হবে।