সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
সৈয়দপুরে শীতার্তদের পাশে দাঁড়ালেন মানবিক চিকিৎসক
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪, ২:০৫ PM
তীব্র শীত ও কুয়াশায় অসহায় ও গরিব শীতার্ত মানুষরা কাবু হয়ে পড়েছেন। এ অবস্থায় নীলফামারীর সৈয়দপুরের হাজারখানেক মানুষের কম্বল নিয়ে পাশে দাঁড়ান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত চিকিৎসক ও সৈয়দপুরের কৃতি সন্তান প্রফেসর ডা. মো. নজরুল ইসলাম। শুক্রবার (১২ জানুয়ারি) সকালে তাঁরই প্রতিষ্ঠিত প্রফেসর নজরুল রিউমাটোলজী ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ (পিএনআরএফঅর) ট্রাস্ট'র আয়োজনে এসব কম্বল বিতরণ করা হয়।

এ উপলক্ষে শহরের ঢেলাপীর চাঁদভানু কমপ্লেক্সে এক বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে শীতার্ত মানুষের কম্বল তুলে দেন  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের রিউমাটোলজী বিভাগের প্রফেসর ডা. মো. নজরুল ইসলাম। এসময় তাঁর কন্যা ডা. নুসরাত বিনতে নজরুল, সৈয়দপুর পৌরসভার প্যানেল মেয়র-১ শাহীন হোসেন, পৌরসভার সংরক্ষিত আসনের কাউন্সিলর সাবিহা সুলতানা, স্যানিটারী ইন্সপেক্টর আলতাফ হোসেন, ব্যবসায়ী মমতাজ মিন্টু, মাহবুবুল ইসলাম, পরিবারের সদস্য, সাংবাদিক ও সুধীজন।

বক্তারা বলেন, শীত ও কুয়াশায় কষ্ট পাচ্ছেন এলাকার মানুষ। তাই মানবিক কারণে একজন চিকিৎসক নিজ এলাকায় কম্বল বিতরণের পাশাপাশি চিকিৎসা ও সাহায্য সহযোগিতা করে দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত