টাঙ্গাইলের ভূঞাপুর প্রেসক্লাবের (২০২৪-২০২৫) সালের নতুন কার্যনির্বাহী কমিটির আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছে। শুক্রবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় নতুন ও বিদায়ী কমিটির যৌথ সভায় নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।
ভূঞাপুর প্রেসক্লাবের উপদেষ্টা বদিউজ্জামান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- বিদায়ী সভাপতি শাহ আলম প্রামাণিক, নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি সিরাজুল ইসলাম কিসলু, সৈয়দ সরোয়ার সাদী রাজু, সাবেক সহ-সভাপতি আলীম আকন্দ, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম ভূঁইয়া, কোষাধ্যক্ষ মামুন সরকার, সদস্য সৈয়দ মাসুদুল হক টুকু প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন- ভূঞাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, আতোয়ার রহমান তালুকদার মিন্টু, নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, যুগ্ন সম্পাদক শফিকুল ইসলাম শাহীন, ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কোরবান আলী তালুকদার, দপ্তর ও পাঠাগার সম্পাদক মাহমুদুল হাসান, কার্যকরি সদস্য আল আমিন শোভন, মোঃ রফিকুল ইসলাম রবি, কাজী গোলাম রব্বানী ইমরান, মোঃ নাসির উদ্দিন, সাংবাদিক ছানোয়ার হোসেন, মোঃ আব্দুর রশিদ শেখ, মোঃ আলমগীর হোসেন, মোঃ আব্দুর রহিম মিয়া, মুহাইমিনুল ইসলাম হৃদয়, খন্দকার মাসুদ রানা, ফুয়াদ হাসান রঞ্জু, তৌফিকুর রহমান, শফিউর রহমান প্রমুখ।
সভায় প্রেসক্লাবের বিদায়ী সভাপতি ও নবনির্বাচিত সভাপতি ভবিষ্যতে দ্বিবার্ষিক কার্যক্রম পরিচালনায় সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।