শনিবার ১৯ এপ্রিল ২০২৫ ৬ বৈশাখ ১৪৩২
শনিবার ১৯ এপ্রিল ২০২৫
রোববার প্রথম অফিস করবেন ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪, ৮:২৮ PM
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপিত নাজমুল হাসান পাপন এখন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী। এতদিন বিসিবির প্রধান হিসেবে কাজ করে আসলেও এবার তার হাতে গোটা ক্রীড়াঙ্গনের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে।

রোববার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় যুব ও  ক্রীড়া মন্ত্রণালয়ে নিজ দপ্তরে যোগ দিবেন নতুন দায়িত্বপ্রাপ্ত নাজমুল হাসান পাপন। এরপরে প্রথম অফিস কার্যক্রম পরিচালনা করবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ। 

এ দিন দুপুর ২টায় জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ফলে প্রথমদিন থেকেই ব্যস্ততার মধ্য দিয়ে যেতে হবে নাজমুল হাসান পাপনকে। 

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ আসন থেকে নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান পাপন। এই নিয়ে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি। এরপরে গত ১১ জানুয়ারি সন্ধ্যায় বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে তার হাতে দায়িত্ব দেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত