রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
চাটখিলে জরাজীর্ণ প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় পাঠদান
চাটখিল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪, ৮:৪৯ PM
নোয়াখালী চাটখিল উপজেলা খিলপাড়া ইউপির শ্রীরায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ অবস্থা। এটি যে কোন সময় ধ্বসে পড়ার আশংঙ্খা রয়েছে। ঝুঁকিপূর্ণ অবস্থায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান করানো হচ্ছে।

জানা গেছে, বিদ্যালয়ের ভবনটি ১৯৯৫-৯৬ অর্থ বছরে এলজিইডি কর্তৃক নির্মাণ করা হয়। এরপর থেকে এর কোন প্রকার সংষ্কার করা হয়নি। বর্তমানে ভবনটির ছাদে বিভিন্ন অংশ ধ্বসে পড়েছে। চারপাশের দেওয়াল গুলোর একই অবস্থা। বিদ্যালয়ের খুঁটি গুলোরও অবস্থা খুবই খারাপ। সামান্য বৃষ্টিতে বিদ্যালয়ে পানি পড়ে। 

এছাড়াও ভবনের বিভিন্ন স্থানে ও খুঁটির প্লাস্টার খসে পড়েছে। ভবনের ৪টি কক্ষে ৩য়, ৪র্থ শ্রেণির ছাত্র-ছাত্রীদের পাঠদান করা হয়। জরাজীর্ণ এই ভবনটি যে কোন সময় ধ্বসে পড়ার আশংঙ্কা রয়েছে। এরপরও শিক্ষার্থীদের এ কক্ষ গুলোর মধ্যে পাঠদান করা হচ্ছে। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিউল কবির জানান, বিদ্যালয়ের ঝুঁকিপূর্ন ব্যাপারে উপজেলা শিক্ষা অফিস ও উপজেলা শিক্ষা প্রকৌশলী ও এলজিইডির প্রকৌশলীকে কয়েকবার জানানো হয়েছে। কিন্তু কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। 

এ ব্যাপারে চাটখিল উপজেলা প্রকৌশলী রাহাত আলী পাটোয়ারী জানান, বিদ্যালয়টি ঝুঁকিপূর্ণ জরুরী ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত