নেত্রকোনার কেন্দুয়ায় রোয়াইলবাড়ি ইউনিয়নে রোয়াইলবাড়ী গ্রাম থেকে এক রাতে তিনটি ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেছে চোর। এতে গ্রাহকরা বিদ্যুৎহীন হয়ে পড়েছেন।
ঘটনাটি ঘটেছে শুক্রবার(১২ জানুয়ারি) ভোরে উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের রোয়াইলবাড়ি গ্রামে। এই ঘটনায় মামলা করা হবে বলে জানা গেছে।
জানা যায়, নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির কেন্দুয়া জোনাল অফিসের আওতাধীন উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের রোয়াইলবাড়ি গ্রামের আশরাফুল আলমের ১টি, মুজিবুল আলমের ১টি ও কিসমত পাড়ার রতন মিয়ার ১টি মোট ৩টি ১০ কেভি ধারণ ক্ষমতা সম্পন্ন ট্রান্সফরমার শুক্রবার ভোর রাতে চুরি হয়। শুক্রবার সকালে গ্রামবাসীরা দেখেন খুঁটির নিচে ট্রান্সফরমারের সরঞ্জাম পড়ে আছে। পরে তারা পল্লী বিদ্যুৎ সমিতির লোকজনকে খবর দেন।
কেন্দুয়া জোনাল অফিসের ডিজিএম মজিবুর রহমান উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের রোয়াইলবাড়ি গ্রামের তিন ট্রান্সফরমরা চুরির ঘটনা স্বীকার করে বলেন, তদন্ত শেষ হওয়ার পর থানায় একটি মামলা করা হবে।
কেন্দুয়া থানার ওসি এনামুল হক রোয়াইলবাড়ি ইউনিয়নে ৩টি ট্রান্সফরমার চুরির বিষয়ে বলেন, এ ব্যাপারে থানায় অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।