উপজেলা নির্বাচনের হিসেব নিকেশ শুরু হয়েছে চায়ের দোকান থেকে সর্বত্রই। দ্বাদশ সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই আলোচনায় স্থান পেয়েছে উপজেলা নির্বাচনকে ঘিরে।
উপজেলা নির্বাচন ২০২৪ কে ঘিরে এবার কুষ্টিয়া কুমারখালী উপজেলার বিভিন্ন এলাকায় চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্রই চলছে আলোচনা। এই নির্বাচনকে কেন্দ্র করে দুটি নাম জোরে শোড়েই শোনা যাচ্ছে। একজন হলেন কুমারখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কুমারখালী উপজেলা পরিষদের নির্বাচিত বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মান্নান খান। অপরজন হলেন মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক এমপি শহীদ গোলাম কিবরিয়ার নাতি, সাবেক এমপি মরহুম আবুল হোসেন তরুণ ও সাবেক এমপি বেগম সুলতানা তরুনের সন্তান গোলাম মুর্শেদ পিটার।
এছাড়াও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী তালিকা দীর্ঘ হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয়রা।