নীলফামারীতে একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজা ভোগ শেষে উপার্জনের জন্য একটি ভ্যান পেলেন লেবু মিয়া (৫১) নামে এক ব্যক্তি।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে সমাজ সেবা অধিদপ্তরের অপরাধী সংশোধন ও পুর্নবাসন সমিতির উদ্যোগে ৫৩ হাজার টাকা দামের এই চার্জার ভ্যান প্রদান করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।
লেবু মিয়া জেলার সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের অসুরখাই গ্রামের মাহাতাব উদ্দিনের ছেলে। গত ৪ জানুয়ারী যাবজ্জীবন সাজা ভোগ শেষে জেল থেকে মুক্তি পান তিনি।
এসময় সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, জেল সুপার রফিকুল ইসলাম, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিক ও সমাজ সেবা বিভাগের প্রবেশন কর্মকর্তা ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন।