রংপুরের গঙ্গাচড়ায় ১২০ বোতল ফেন্সিডিলসহ রফিকুল ইসলাম (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ।
আজ দুপুরে উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের মহিপুর ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রফিকুল ইসলাম হলেন লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দীঘলটারী এলাকার মৃত আব্দুল কাদের ছেলে।
গঙ্গাচড়া মডেল থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত ) শফিকুল ইসলাম শফিক জানান, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই (নি:) রেজায়ে রাব্বি সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ লক্ষ্মীটারী ইউপির মহিপুর ব্রিজের উত্তর পাশে পাকা রাস্তার উপরে চেকপোস্ট স্থাপন করেন।
কালিগঞ্জ থেকে ছেড়ে আসা একটি লাল রঙের ব্যাটারি চালিত অটোরিকশা সন্দেহজনক মনে হলে অটোরিকশা থামানোর পর সাক্ষীদের উপস্থিতে তল্লাশি চালানো হয়। এসময় ১২০ বোতল ফেন্সিডিলসহ রফিকুল ইসলামকে আটক করা হয়।
তদন্ত ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত রফিকুল নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয় বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।