রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
চাঁপাইনবাবগঞ্জে জেলা পরিষদের মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪, ৬:৪৪ PM
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বেলা ১২ টায় জেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন মন্ডল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন শিবগঞ্জ আসনের সংসদ সদস্য ও সমন্বয় কমিটির উপদেষ্টা ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ন রেজা, ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রাব্বুল হোসেন, নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ খাঁন, জেলা পরিষদ সদস্য আব্দুল জলিল মাসুদ (সদর), সদস্য আব্দুস সালাম (শিবগঞ্জ), সদস্য হোসনে আরা পাখি (ভোলাহাট), সদস্য কবির আহম্মেদ খান (গোমস্তাপুর), সদস্য তারিকুজ্জামন সুমন (নাচোল), সংরক্ষিত মহিলা সদস্য তাসলিমা বেগম ও সাবিহা শবনম কেয়া, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মোঃ সুজাউল ইসলাম, উপ সহকারী প্রকৌশলী আব্দুল ওয়াহেদসহ অন্যরা।

সভায় পরিষদের গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্প ‌দ্রুত বাস্তবায়ন এবং পরিষদের সেবাগুলোকে আগামীতে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন সভার সদস্যবৃন্দ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত