টাঙ্গাইলের ঘাটাইলে বিনিময় বাস ও ইটবোঝাই মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের উপজেলার গুনগ্রাম বাসস্টেন্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত দুইজন হলেন, ট্রাকের ড্রাইভার ও হেলপার মোহাম্মদ আলমগির (৪০),ও খাজা মিয়া(৩৫)। আহত দুই জনকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা দিয়ে গুরুতর হওয়ায় টাঙ্গাইল শেখহাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘাটাইল থানার এস.আই মোঃ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইট বোঝাই মিনি ট্রাক ও একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দুইজন আহত হয়েছেন।