পাটুরিয়া ফেরিঘাটের ৫ নাম্বার ঘাট পন্টুন এলাকায় ফেরি ডুবির ঘটনায় ৯টি গাড়ির মধ্যে দু’টি ট্রাক ও একটি কাভার্ডভ্যান এবং সকল শ্রমিক উদ্ধার হয়েছে।
তবে, দুইদিন পার হলেও হলেও এখন পর্যন্ত সন্ধান মেলেনি ফেরিটির সহকারী ইঞ্জিনি চালক হুমায়ন কবিরের। এছাড়া, ডুবে যাওয়া ফেরিটি উদ্ধার হয়নি।
বৃহস্পতিবার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ডুবে যাওয়া ফেরিটি উদ্ধার করা সম্ভব হয়নি। তবে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে বলে জানা যায়। উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম দিয়ে ফেরি উদ্ধার করা যাবে না, নারায়নগঞ্জ থেকে উদ্ধারকারি জাহাজ প্রত্যয় আসলে হয়তো ফেরিটি উদ্ধার করা যেতে পারে বলে সংশ্লিষ্টরা কর্তৃপক্ষ জানিয়েছেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন আরিচা কার্যালয়ের ডিজিএম খালেদ নেওয়াজ জানান, ডুবে যাওয়া ফেরিটি উদ্ধারের সক্ষমতা নেই উদ্ধারকারী জাহাজ রুস্তম ও হামজার। এ কারণে ডুবে যাওয়া ইউটিলিটি রজনীগন্ধা নামের ফেরিটি উদ্ধারের জন্য উদ্ধারকারী জাহাজ প্রত্যয় কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
তারা জাহাজটি নিয়ে গতকাল বুধবার সকালেই নারায়ণগঞ্জ থেকে রওয়ানা হয়েছে। তবে, নদী এলাকায় ঘন কুয়াশার কারণে এখনো ঘটনাস্থলে এসে পৌঁছায়নি জাহাজ প্রত্যয়। যে কারণে ডুবে যাওয়া ফেরিটি উদ্ধারের মূল কার্যক্রম এখনো শুরু হয়নি।
এদিকে, ডুবে যাওয়া ফেরিটি থেকে নদীতে ভেসে যাওয়া দুটি কাভার্ডভ্যান উদ্ধার করেছে উদ্ধারকারী ছোট জাহাজ হামজা। বৃহস্পতিবার সকালে আরেকটি ট্রাক উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট তিনটি যানবাহন উদ্ধার করা হয়। দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় নোঙর করে থাকা জাহাজ হামজা দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজে অংশ নেয় এবং একটি কাভার্ডভ্যান দুটি ট্রাক উদ্ধার করে। প্রত্যয় নামের উদ্ধারকারী জাহাজটি আসলে উদ্ধারকাজে সহায়তা করবে হামজা জাহাজ।
উল্লেখ্য, বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে পাটুরিয়া ফেরিঘাটের ৫ নাম্বার ঘাট পন্টুন এলাকায় ছোট বড় নয়টি ট্রাক নিয়ে ডুবে যায় ইউটিলিটি ফেরি রজনীগন্ধা। এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো খোঁজ মেলেনি ফেরিটির সহকারী ইঞ্জিন চালকের। উদ্ধারকারী জাহাজ প্রত্যয় এখনো আসেনি।