মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
রামগড়ে পুলিশি অভিযানে ৫৬২পিচ ইয়াবাসহ আটক ৫
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪, ৮:৩৯ PM
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে ৫৬২পিচ ইয়াবা ১টি সিএনজি চালিত অটোরিকশাসহ ৫জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৭ জানুয়ারী) রাতে পৌরসভার দারোগাপাড়া এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো-রামগড় পৌরসভার ফেনীরকুলের আবাদুল বারেক প্রকাশ ওসমানের ছেলে মো: সাদ্দাম প্রকাশ ওমর ফারুক(৩৪), দারোগাপাড়ার আবুল কাশেমের ছেলে মো: ইলিয়াছ(৩৫), ফটিকছড়ির ভুজপুরের মুসলিমপাড়ার ইসমাইলের ছেলে মো: ইউনুছ(২৭), মহামুনির মো: দুলালের ছেলে মো: নুর নবী(৩৫), একই এলাকার আবুল কালামের ছেলে সাইফুল ইসলাম(৩২)।

জানা যায়, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ফকরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল পৌরসভার ৯নং ওয়ার্ডের দারোগাপাড়া এলাকায় রামগড়-বারৈয়ারহাট সড়কে তল্লাশি চালায়। এসময় একটি নম্বরবিহীন সিএনজি চালিত অটোরিকশা তল্লাশি করে ৫৬২ পিস ইয়াবাসহ ৫ব্যক্তিকে আটক করা হয়।

ওসি (তদন্ত) মোহাম্মদ ফকরুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতরা চিহ্নিত মাদক ব্যাবসায়ী। পুলিশ অনেক দিন থেকে তাদের উপর নজরদারি রাখছিলো। বুধবার ইয়াবা চালান নিয়ে যাওয়ার সময় তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু  হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত