বরগুনার তালতলীতে বীর মুক্তিযোদ্ধা মো. আ. রশিদ (৭৩) মারা গেছেন।শুক্রবার (১৯ জানুয়ারী) বেলা ১১ টার দিকে রাষ্ট্রীয় সম্মাননা ও জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
আ. রশিদ হাওলাদার বৃহস্পতিবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মারা যান। তিনি উপজেলার বড়বগী ইউনিয়নের তুলাতলি গ্রামের বাসিন্দা।তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানাজা শেষে তালতলী উপজেলা নিবার্হী অফিসার(ইউএনও) সিফাত আনোয়ার তুমপা'র উপস্থিতিতে থানার ওসি শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন। এসময় বড়বগী ইউপি চেয়ারম্যান আলমগীর মিয়া, উপজেলার বীর মুক্তিযোদ্ধাগন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।