ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের আশরাফপুর গ্রামে ফসলি জমি থেকে ফাঁস লাগানো অবস্থায় শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে সাদ্দাম হোসেন (৩৫) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করেছে নবীনগর থানা পুলিশ।
জানা যায়, নিহত সাদ্দাম হোসেন উপজেলার বিদ্যাকুট গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। সে দৌলতপুর গ্রামে শশুর বাড়িতে বসবাস করতেন। তিনি দুই সন্তানের জনক ছিলেন। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
পরিবারের সদস্যরা জানান, গতকাল সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি, সকালে তার মৃতদেহ পেয়েছি।
নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কৃষি জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে । ধারণা করা হচ্ছে তাকে গলায় দড়ি পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।