প্রত্যেক বছরের প্রথম সপ্তাহে দেশের সিনেমা মুক্তি পেলেও রাজনৈতিক কারণে এবার সিনেমা মুক্তি পেছানো হয়েছে। নির্বাচন পেরিয়ে আজ (শুক্রবার) প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ঢাকার নতুন সিনেমা। একটি মেহেদী হাসানের ‘শেষবাজি’, অপরটি চয়নিকা চৌধুরীর ‘কাগজের বউ’। এই দুই সিনেমার সঙ্গে মুক্তির তালিকায় যুক্ত হয়েছে কলকাতার আমদানিকৃত সিনেমা ‘হুব্বা’। দেশের দুই সিনেমার চেয়েও বিপুল সংখ্যক বেশি হল নিয়ে পর্দায় উঠছে ছবিটি।
‘হুব্বা’ দেশে আমদানি করেছে জাজ মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটি জানিয়েছে, দেশের ৬৩ প্রেক্ষাগৃহে একযোগে চলবে ছবিটি। এর মধ্যে স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখা, লায়ন সিনেমাস (পুরান ঢাকা), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), মধুবন (বগুড়া), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), মধুমিতা (ঢাকা) অন্যতম।
পশ্চিমবঙ্গের গুণী অভিনেতা ও নির্মাতা ব্রাত্য বসুর নির্মাণে ‘হুব্বা’য় নাম ভূমিকায় অভিনয় করেছেন বাংলাদেশের মোশাররফ করিম। সেই সুবাদে দেশেও ছবিটি ঘিরে আলোচনা চলছে তুমুল। ছবি নিয়ে মোশাররফ করিমের ভাষ্য এরকম, ‘ডাবিংয়ের সময় ছবিটা দেখেছি। আমি কিন্তু কখনও আমার কোনও কাজ নিয়ে এটা বলতে পছন্দ করি না যে, অসাধারণ হয়েছে। তবে ডাবিংয়ে দেখার সময় আমার নিজের কাছে মনে হয়েছে, আমি খুশি, সন্তুষ্ট। নির্মাতা-প্রযোজকও ভীষণ উচ্ছ্বসিত।’
হুব্বা
‘হুব্বা’ দেশে আমদানি করেছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটি জানিয়েছে, দেশের ৬৩ প্রেক্ষাগৃহে একযোগে চলছে সিনেমাটি। পশ্চিমবঙ্গের গুণী অভিনেতা ও নির্মাতা ব্রাত্য বসুর নির্মাণে ‘হুব্বা’য় নাম ভূমিকায় অভিনয় করেছেন বাংলাদেশের মোশাররফ করিম।
পশ্চিমবঙ্গের কুখ্যাত গ্যাংস্টার ‘হুব্বা শ্যামলের’ জীবনকাহিনী হল এই সিনেমা গল্প। হুব্বা ছিলেন হুগলি জেলার গ্যাংস্টার, যাকে ডাকা হত হুগলির ‘দাউদ ইব্রাহিম’ নামে। খুন, মাদক, নারী পাচারের বহু অভিযোগে ‘হুব্বা শ্যামলের’ নামে অনেক মামলাও ছিল। অনেকবার পুলিশের হাতে গ্রেপ্তার হলেও ঠিকই জামিনে বেরিয়ে যেতেন এই গ্যাংস্টার। এক সময়ে ভোটে দাঁড়াতে চান ‘হুব্বা শ্যামল’। এরপর ২০১১ সালে হঠাৎ তিনি নিখোঁজ হন। পরে হুগলির বৈদ্যবাটির খালে হুব্বা শ্যামলের মৃতদেহ ভেসে ওঠে।
কাগজের বউ
এদিকে দেশের ছবি ‘কাগজের বউ’ নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী। এটি তার নির্মিত তৃতীয় সিনেমা। পরীমনি অভিনীত ‘কাগজের বউ’ সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ডি এ তায়েব ও ইমন। এটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। পরীমনি বলেন, ‘সত্যি বলতে খুব ভালো লাগছে কাগজের বউ মুক্তির কথা শুনে। বছরের প্রথম মাসেই আমার সিনেমা দর্শকরা হলে গিয়ে দেখবেন, এজন্য আনন্দটা অনেক। দর্শকদের বলব হলে গিয়ে কাগজের বউ দেখুন। অভিনেত্রী আরও বলেন, ‘চেনা গল্পকে নতুন করে উপস্থাপন করা হয়েছে। দর্শকদের ছুঁয়ে যাবে গল্পটা। চোখের জলেও ভাসাবে। সত্যি বলতে কাগজের বউ পরিবার নিয়ে দেখার মতো সিনেমা।’
ছবিটি নিয়ে নির্মাতা চয়নিকা বলেছেন, ‘আমরা চেষ্টা করেছি। একটা পারিবারিক, সামাজিক গল্প বলার। কোনও মারামারি, খুনাখুনি নেই। সব মা-বাবার গল্প, স্বামী-স্ত্রীর গল্প। দর্শক নিজের সঙ্গে মেলাতে পারবে। আর শেষে হয়ত চোখে জল আসবে।’
এই ছবিটি ৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বলে নিশ্চিত করলেন নির্মাতা। এর মধ্যে ঢাকার স্টার সিনেপ্লেক্সের দুটি শাখা (বসুন্ধরা ও মিরপুর), ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস ইত্যাদি উল্লেখযোগ্য।
শেষ বাজি
অন্যদিকে ‘শেষ বাজি’ ছবিটি দেশের ১৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানিয়েছেন এর নির্মাতা মেহেদী হাসান। রিকোয়ার রিয়েল স্টেট লিমিটেডের ব্যানারে নির্মিত সৈয়দ মোহাম্মদ সোহেল প্রযোজিত চলচ্চিত্রটি নির্মাণ করেছেন পরিচালক মেহেদী হাসান। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাইমন সাদিক, শিরিন শিলা, বড়দা মিঠু, রাশেদ মামুন অপু, সাবেরী আলম, সিলভি প্রমুখ।
মেহেদী হাসান জানান, ‘শেষবাজি’ সিনেমা ১৭ হলে মুক্তি পাচ্ছে। প্রথমদিকে কম হল নিয়ে সিনেমাটি রান করতে চাই পরবর্তীতে সিনেমার চাহিদা বুঝে হল সংখ্যা বাড়ানো হবে।’
শিরিন শিলা বলেন, ‘শেষ বাজি’ এত চমৎকার গল্পের একটি সিনেমা যে, সিনেমাটি মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আমি। এখন পর্যন্ত যতগুলো সিনেমাতে অভিনয় করেছি তার মধ্যে এই সিনেমায় আমার চরিত্রটি একেবারেই ব্যতিক্রম। ধন্যবাদ পরিচালককে এবং আমার অন্যতম প্রিয় বন্ধু সাইমন সাদিককে। আশা করছি পর্দায় আমাদের দুজনের রসায়ন দর্শকের ভালো লাগবে।
মানুষের জীবনে জুয়া খেলার প্রভাবকে কেন্দ্র করে গড়ে উঠেছে থ্রিলার ঘরানার চলচ্চিত্র ‘শেষ বাজি’র কাহিনী। প্রযোজক সৈয়দ মোহাম্মদ সোহেল জানান, গতানুগতিক প্রেমের গল্পের বাইরে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। আশা করি দর্শকদের ভালো লাগবে। আনন্দ নিয়ে সবাই হল থেকে বের হবেন।