বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫ ১১ বৈশাখ ১৪৩২
বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫
খুলনায় ৪ লাখ ৬১ হাজার জাল টাকাসহ আটক এক
খুলনা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪, ৬:৩৫ PM
খুলনা মেট্রোপলিটন পুলিশের লবণচরা থানার একটি টিম লবণচরা থানাধীন সাচিবুনিয়া বিশ্ব রোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে চার লাখ ৬১ হাটার টাকাসহ মো. মহসিন আলী (৫০) নামে একজনকে আটক করেছে। 

আটককৃত ব্যক্তি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার সাহেব রামপুর ইউনিয়নের রমজানপুর গ্রামের বাসিন্দা সেকেন্দার আলী ও মমতাজ বেগমের ছেলে।

লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে লবণচরা থানাধীন সাচিবুনিয়া বিশ্বরোড মোড়স্থ নয়ন টেলিকমের সামনে রাস্তার উপর থেকে গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর জেলার কালকিনি থানার সাহেব রামপুর ইউনিয়নের মো. মহসিন আলীকে আটক করা হয়। 

এসময় তার কাছে থাকা ৩০০টি এক হাজার টাকার নোট ও বাকিগুলো ৫০০ টাকা মিলিয়ে মোট চার লক্ষ একষট্টি হাজার জাল টাকাসহ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের হয়েছে। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত