বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
বুধবার ২৩ এপ্রিল ২০২৫
রাজবাড়ীতে অস্ত্র ও ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪, ৬:৪৮ PM
রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে একটি লোহার তৈরী দেশীয় সচল ওয়ান শুটার গান এবং ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ চারটি মামলার আসামী সাব্বির মন্ডল (২৫)কে আটক করা হয়েছে। গ্রেফতার সাব্বির মন্ডল জেলার রাজবাড়ী সদর থানাধীন বড় চরবেনীনগর সাকিনস্থ বিল্লাল মন্ডলের ছেলে। 

শুক্রবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা'র ওসি মোঃ মনিরুজ্জামান খান । 

তিনি জানান, ১৯শে জানুয়ারি (শুক্রবার) সকাল সারে ৮টার দিকে রাজবাড়ী ডিবি'র একটি টিম অভিযান পরিচালনা করে সাব্বির মন্ডলের বাড়ীর পূর্ব পাশে রাস্তার উপর থেকে ২৫০ পিস ইয়াবা সহ গ্রেফতার করে। পরে বেলা একইদিন বেলা সোয়া ১২ টায় তার দেওয়া তথ্য মতে রাজবাড়ী সদর থানাধীন বড় চরবেনীনগর সাকিনস্থ জনৈক মুকুল মন্ডলের পতিত জমির মধ্যে ঘাসের ছোপের পাশ্বে বালু খুড়ে একটি লোহার তৈরী দেশীয় সচল ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। 

এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় পৃথক পৃথক মামলা রুজু প্রক্রিয়াধীন বলে জানান ডিবি'র ওসি ।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত