সিরাজগঞ্জে ভারতীয় চালের নকল মোড়কজাতকরণের অপরাধে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার বিকালে সদর উপজেলার বিভিন্ন চালের আড়ৎ এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এস. এম. রকিবুল হাসান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভারতীয় চালের নকল মোড়কজাতকরণ এবং রশিদ দেখাতে না পারার অপরাধে আজাদ সেমি অটো রাইস মিলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ব্যাপারে অভিযান পরিচালনাকারী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস. এম. রকিবুল হাসান বলেন, চালের বাজার স্থিতিশীল রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আনোয়ার সাদাত,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ আনোয়ার হোসেন সদর থানা পুলিশের সদস্যরা।