বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
বুধবার ২৩ এপ্রিল ২০২৫
উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ আরসা সদস্য আটক
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪, ৬:৫৬ PM
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে আমির হোসেন (৩২) নামে এক যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তিনি ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি/১২ ব্লকের কালা মিয়ার ছেলে। তার শরীর তল্লাশি করে একটি দেশে তৈরি ওয়ান শ্যুটারগান (এলজি) ও এক রাউন্ড গুলি পাওয়া গেছে বলে জানিয়েছেন এপিবিএন। 

শুক্রবার ভোররাতে ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি/১২ ব্লকের নিজ বাড়ির সামনে থেকে ওই যুবককে আটক করা হয়।

রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) তাজনিমারখোলা ক্যাম্পের সহকারী কমান্ডার এএসপি মো. সালাহ উদ্দিন কাদের জানান, রোহিঙ্গা সশস্ত্র সংগঠন আরসা সদস্য ও চিহ্নিত সন্ত্রাসী আমির হোসেন অস্ত্র নিয়ে অপরাধ কর্মকাণ্ড সংগঠনের উদ্দেশ্যে ১৯ নম্বর ক্যাম্পের সি ব্লকে অবস্থান করছিলেন। খবর পেয়ে এপিবিএনের একটি চৌকস দল সেখানে অভিযান পরিচালনা করে সন্ত্রাসী আমির হোসেনকে আটক করতে সক্ষম হয়। তার কাছ থেকে একটি দেশে তৈরি ওয়ান শ্যুটারগান এলজি ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অভিযানে এপিবিএনের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পালিয়ে গেছে।

তিনি আরো জানান, আটক রোহিঙ্গা যুবক এর আগে ক্যাম্পে রোহিঙ্গা নাগরিক হত্যা মামলার আসামি। তার বিরুদ্ধে হত্যাসহ চারটি মামলা ছিল। প্রয়োজনীয় আইনি কার্যক্রম সম্পন্নের নিমিত্তে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আটক আরসা সদস্যকে থানায় হস্তান্তর করা হয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত