মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের উদ্যোগে কম্বল বিতরণ
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪, ৮:২৫ PM
লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর আওতাধীন লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের উদ্যোগে তিনশত কম্বল বিতরণ করা হয়েছে। 

শুক্রবার (১৯ জানুয়ারি)  দুপুরে শহরের কয়ানিজপাড়াস্থ সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ চত্বরে আনুষ্ঠানিকভাবে ওই কম্বল বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. আজমল হোসেন। লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের সভাপতি ও সৈয়দপুর সরকারি কলেজের প্রভাষক  লায়ন কহিনুর বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন লায়ন কাজী মো. একরামুল হক প্রমুখ।

সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক লায়ন ফারুক আহম্মেদের সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সভাপতি (ভারপ্রাপ্ত) সৈয়দ শাহ্ মো. ফজলুর রহমান নাসিম, অধ্যক্ষ লায়ন মোখলেছুর রহমান জুয়েল, প্রধান শিক্ষক  লায়ন আব্দুল লতিফ, লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের সাধারণ সম্পাদক জাবেদ আলী শেখ, লায়ন বীরমুক্তিযোদ্ধা  মির্জা মো. সালাহউদ্দিন বেগ, লায়ন আনিছুর রহমান, লায়ন মো. মশিউর রহমান হেলাল,লায়ন রেজাউল হক, লায়ন কাজী মানিক, লায়ন আবু নাসের চৌধুরী বাবু প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি মো. আজমল হোসেন শীতার্তদের হাতে কম্বল তুলে দিয়ে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। ওই দিন অনুষ্ঠানে তিন শত অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত