মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
নড়াইলে ইয়াবাসহ গ্রেফতার ১
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪, ৮:৩৪ PM
নড়াইলের কালিয়ায় ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিনহাজুল আবেদিন বাবু (২৮) নামের ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কালিয়া থানা পুলিশ। সে জেলার কালিয়া থানার ফুলদাহ গ্রামের মৃত আব্দুল হাই মিয়ার ছেলে।

শুক্রবার (১৯ জানুয়ারি) জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাতে কালিয়া থানার পুরুলিয়া ইউনিয়নের চাচুড়ি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে কালিয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার শামীম উদ্দিন এর তত্ত¡াবধানে এসআই এইচ এম সাইফুল্লাহ, এসআই টিপু সুলতান ও এএসআই তুহিন ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নড়াইল জেলার কালিয়া থানার পুরুলিয়া ইউনিয়নের চাচুড়ি বাজারের জনৈক তছিকুল ইসলামের ওষুধের দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় আসামির নিকট থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ বুলেটিনকে বলেন,কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত