সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
হাতীবান্ধায় ভুট্টাক্ষেত থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪, ৮:৫০ PM
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত এক যুবকের (২৫) মস্তকবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ জানুয়ারী) দুপুরে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমণীগঞ্জ গ্রামের ভুট্টাক্ষেত থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

জানা গেছে, উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমনীগঞ্জ গ্রামে ভুট্টা খেতে ঘাস তুলতে এসে এক নারী মস্তকবিহীন লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজনকে সংবাদ দেন। পরে হাতীবান্ধা থানা থেকে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

মৃত যুবকের পরনে ফুলহাতা সাদা ডোরাকাটা শার্ট, ফুলপ্যান্ট এবং পায়ে দুই ফিতার স্যান্ডেল ছিল।

স্থানীয় ইউপি সদস্য ফরিদুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে সে অটো বা সিএনজি চালক। তার অটোরিকশা ছিনতাই করে দুর্বৃত্তরা তাকে হত্যা করে ভুট্টা খেতে মস্তক বিহীন মরদেহ ফেলে যায়।

ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলার রহমান খোকন বলেন, মৃত ব্যক্তি সম্ভবত এলাকার নন। কেউ হত্যা করে ভুট্টা খেতে মরদেহ ফেলে রেখেছে।
এ বিষয়ে হাতীবান্ধা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের ভুট্টা ক্ষেতে একটি মস্তক বিহীন মরদেহ পড়ে আছে বলে জানতে পারি। পরে সঙ্গীও ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করি। তার পরিচয় জানার চেষ্টা চলছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত