রাজবাড়ী বালিয়াকান্দিতে জেলা আ.লীগ সভাপতি ও রেলপথমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এমপি দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন।
শুক্রবার (১৯ জানুয়ারি) বিকালে উপজেলা আ.লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামেএ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপজেলা আ.লীগ সভাপতি আব্দুল হান্নান মোল্ল্যা সভাপতিত্বে বক্তব্যদেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ।
এসময় প্রধান অতিথি হিসেবে রেলমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম বলেন, জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়েছেন আপনার আমাকে ভোট দিয়ে পঞ্চমবার নির্বাচিত করেছেন। বিভিন্ন সময় ষড়যন্ত্র হয়েছে, কিন্তু কোনো ষড়যন্ত্র টিকেনি, আপনারা ভোটের মাধ্যমে আমাকে বারবার এমপি নির্বাচিত করেছেন। আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় জননেত্রী শেখ হাসিনা আমাকে জেলার পথম পূর্ণ মন্ত্রী হিসেবে মনোনীত করেছেন। এই পদ দিয়ে জননেত্রী শেখ হাসিনা রাজবাড়ী বাসী তথা আমার নির্বাচনী এলাকায় মানুকে সন্মানিত করেছেন। জননেত্রী শেখ হাসিনা আমাকে ভালোবাসে বলেই এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন।
তিনি আরও বলেন, রেল মন্ত্রণালয় বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রনালয়। বাংলাদেশের বিভিন্ন জেলায় আমাদের প্রধান মন্ত্রী রেলপথের সম্প্রসারণর জন্য উদ্যোগ নিয়েছে এবং রেলকে লাভজনক জনকল্যাণমুখী করার পরিকল্পনা করেছেন। আপনাদের কাছে দোয় চাই আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ, জেলা আ.লীগ সহ সভাপতি ফকরুজ্জামান মুকুট, বালিয়াকান্দি উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক শামসুল আলম সুফি সহ অন্যান নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা আ.লীগ যুগ্ম সাধারণ সম্পাদক হারুন আর রশিদ।