সোনাগাজীতে ২শ গ্রাম গাঁজা সহ ইব্রাহিম খলিল সোহাগ (৩১) ও ১শ গ্রাম গাঁজা, ৪৫ পিচ ইয়াবা ও নগদ মাদক বিক্রির ২ হাজার ৬ শ ৪০ টাকা সহ মোঃ মাসুদ আলম (৩৮) কে গ্রেফতার করে সোনাগাজী মডেল থানা পুলিশ।
শুক্রবার দিবাগত রাতে পুলিশের পৃথক অভিযানে সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের চর গোপালগাঁও থেকে ইব্রাহীম খলিল সোহাগ (৩১) কে ও বিষ্ণুপুর কুঠির হাটের দক্ষিণ বাজার এলাকা থেকে মাসুদ আলম (৩৮) কে মাদক সহ হাতেনাতে গ্রেফতার করেন সোনাগাজী মডেল থানা পুলিশ।
ইব্রাহিম খলিল সোহাগ চর গোপালগাঁও গ্রামের কামাল উদ্দিন এর ছেলে ও মাসুদ আলম বড় হালিয়া গ্রামের মাহমুদুল হক এর ছেলে।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ সুদ্বীপ রায় বলেন, ইব্রাহিম খলিল সোহাগ ও মাসুদ আলম কে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়।
উল্লেখ্য! মাসুদ আলমের বিরুদ্ধে ইতিপূর্বে মারামারি, চুরি, মাদক ও ডাকাতি সহ মোট ৪ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।