বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
বুধবার ২৩ এপ্রিল ২০২৫
উখিয়ায় পাহাড় কাটতে গিয়ে এক শ্রমিকের মৃত্যু
উখিয়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪, ৩:৩৮ PM
কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং পাহাড় কাটার সময় মাটিচাপা পড়ে মোসলেম উদ্দিন (২০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার (২০ জানুয়ারি) সকালে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কাসিম মাকেটের দক্ষিণ পাশে বায়তুশ শরফ সংলগ্ন পাহাড়ে এ ঘটনাটি ঘটে। নিহত মোসলেম উদ্দিন একই ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের পাইন্যাশিয়া চাককাটা এলাকার নুরুল ইসলামের ছেলে।

স্থানীয় জনগণ গণমাধ্যম কর্মীদের জনান উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সমিতিপাড়া এলাকার মৃত কাসেম এর দুই ছেলে হেলাল উদ্দিন ও সরওয়ার বেশ কয়েকদিন ধরে বাড়ির পাশের পাহাড় কাটছিলেন। তারই ধারাবাহিকতায় প্রতিদিনের ন্যায় পাহাড় কাটতে গেলে হঠাৎ করে বড় একটি মাটির চাক ও গাছের ধারালো শিকড় নিহত মোসলেম উদ্দিনের গোপন অঙ্গের অণ্ডকোষের পাশে ডুকে অতিরিক্ত রক্তক্ষরণে গুরুতর আহত হয়। এসময় সাথে থাকা অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

আরো জানান, দীর্ঘদিন দিন ধরে হেলাল ও তার ভাই সরওয়ার বনবিভাগের নাকের ডগায় সরকারি পাহাড়ের মাঠি কেটে ব্যবসা করে আসলেও রহস্যজনক ভূমিকায় তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। অথচ জালিয়াপালং ২নং ওয়ার্ডের বিট অফিস ও কর্তনকৃত সরকারী ওই পাহাড়ের দূরত্ব মাত্র ১ কিলোমিটার।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. শামীম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চুরি করে পাহাড় কাটতে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে, এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এসময় উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সালেহ আহমদ ও ইনানী রেঞ্জ কর্মকর্তা ফিরোজ আল আমিন, উখিয়া থানা পুলিশের টিম এবং বনবিভাগের মাঠ কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত