বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
বুধবার ২৩ এপ্রিল ২০২৫
কলমাকান্দায় কিশোর কিশোরীদের উন্নয়ন মুলক প্রশিক্ষণ
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪, ৩:৪১ PM আপডেট: ২০.০১.২০২৪ ৩:৪৩ PM
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতাভূক্ত  কলমাকান্দায় কিশোর কিশোরী ক্লাবের উদ্যোগে বছর ব্যাপী নানা বিষয়েই ওপর সদর ইউনিয়নের মডেল সরকারি প্রাথমিক ও পাইলট সরকারি বিদ্যালয়ের কিশোর কিশোরীদের আত্মরক্ষা মুলক প্রশিক্ষণের মাধ্যমে বিকশিত হওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। 

প্রতি বছর ৮টি ইউনিয়নে ৮টি ক্লাবের মাধ্যমে প্রতি ক্লাবে ৩০ জন কিশোর কিশোরীদেরকে বয়ঃসন্ধিকালীন সমস্যা, জেন্ডার বৈষম্য, বাল্য বিবাহ দূরীকরণ, ইভটিজিং, বকাটেদের দমন করা, গান কবিতা আবৃত্তি, আত্মরক্ষা মুলক কেরাতি প্রশিক্ষণের মাধ্যমে বিকশিত হওয়ার লক্ষ্যে এগিয়ে নিয়ে যাচ্ছে।

জেন্ডার প্রমোটার পূজা রানী জানান, এটি একটি সরকারি প্রজেক্ট হিসাবে কাজ করছি। প্রতিটি ক্লাবে ৩জন প্রশিক্ষক থাকেন, এখানেও আমরা তিনজন প্রশিক্ষক চন্দ্রিমা তাং ও সিথি সরকার সপ্তাহে দুদিন এই প্রশিক্ষণর্থীদের প্রশিক্ষণ দিয়ে যাবো এক বছর পর্যন্ত। এক বছর পর ওদের প্রশিক্ষণ সনদপত্র দিয়ে বিদায় দেবো। এছাড়াও এই কিশোর কিশোরীদের বিভিন্নভাবে সুরক্ষা দেই, যেমন দুপুরের খাবার, নেপকিন কিভাবে ব্যবহার করে,পরিবারের সাথে কেমন সম্পর্ক রাখতে হয় এমন নৈতিকতাও শেখানো হয়।।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত