নড়াইলের সদর উপজেলার ডুমদি গ্রামে পুকুরে ভাসমান অবস্থায় ডালিম বেগম (৪০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ডালিম বেগম সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের দক্ষিন শালিখা গ্রামের ইদ্রিস আলী মিয়ার স্ত্রী।
শুক্রবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের ডুমদি গ্রামের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
বাঁশগ্রাম ইউনিয়নের ইউপি সদস্য ভবরঞ্জন রায় জানান, রাত সাড়ে ৭টার দিকে চারণ কবি বিজয় সরকারের বাড়ির পাশের এক পুকুরে মরদেহ ভাসতে দেখে নড়াইল সদর থানা পুলিশ কে খবর দেওয়া হয়। পরে রাতে পুলিশ এসে ডালিম বেগম নামে ওই নারীর লাশ উদ্ধার করে।
ওই নারীর স্বামী ইদ্রিস আলী মিয়া বলেন, গত পাঁচ-ছয় দিন আগে আমার স্ত্রী বাড়ি থেকে কাউকে কিছু না বলে চলে যায়। তাকে অনেক খোঁজাখুজি করেও পাওয়া যায়নি। কয়েক মাস আগে স্ট্রোকের কারণে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন তিনি।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ময়নাতদন্তের পর নিহতের প্রকৃত কারণ জানা যাবে।